মন্ত্রিসভায় ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের সাধারণ ছুটি সর্বমোট ২২ দিন অনুমোদন দেয়া হয়েছে।
মোট ছুটির ভেতরে নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। ঐচ্ছিক ছুটি মুসলিমদের জন্য ৫ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের ছুটি নির্ধারণ করা হয়েছে ৮ দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা হয়েছে। এগুলো বিবেচনা করে দেশের সবাইকে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসাথে নো মাস্ক নো সার্ভিস নীতি কঠোরভাবে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। মাস্ক ছাড়া কোন মসজিদ উপসনালয়ে প্রবেশ করতে পারবে না বলেও হুঁশিয়ারী দেন প্রধানমন্ত্রী।
Leave a reply