করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে কাবা শরীফে আজ প্রথমবারের মতো ওমরাহ পালন করেছেন বিদেশি মুসল্লিরা। করোনার পর ১ নভেম্বর থেকে বিদেশি মুসল্লিদের জন্য খুলে দেয়া মক্কা এবং মদিনা। এরআগে শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় প্রবেশের অনুমতি ছিল।
স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার বিদেশি মুসল্লি অংশ নিতে পারবেন ওমরায়। এক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৫০ পর্যন্ত। মুসল্লিরা সৌদি আরবে প্রবেশের পর তিনদিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর তারা মক্কার মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পাবেন।
Leave a reply