মার্কিন ইলেক্টোরাল ভোট: বাইডেনের পকেটে ২২৪, ট্রাম্পের ২১৩

|

মার্কিন নির্বাচন ঘিরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলীয় বেশ কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশও।

নিউইয়র্ক টাইমের দেয়া সর্বশেষ হিসেব অনুযায়ী, ২১৩ ইলেক্টোরাল ভোট পকেটে পুরেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে আছে- আলাবামা, আরকানসাস, কেন্টাকি, মিসিসিপি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, ফ্লোলোরিডা, মন্টানা, ইউটাহ, লুইসিয়ানা, টেনেসি, টেক্সাস, ইন্ডিয়ানা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইয়োমিং, ক্যানসাস, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।

অন্যদিকে, ২২৪ ইলেকটোরাল ভোট তুলে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কানেকটিকাট, ওয়াসিংটন, অরেগন, ক্যালিফোর্নিয়া, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ভারমন্ট, মিনেসোটা, ভার্জিনিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও কলোরাডো অঙ্গরাজ্যে এগিয়ে আছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply