মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী দাবি করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা টুইট এক প্রকার মুছে দিয়েছে টুইটার।
সেই টুইটে নির্বাচনে ভোট প্রদান করার সময় শেষ হওয়ার পরও ভোট গ্রহণ করা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প।
টুইটে ট্রাম্প বলেন, আমরা বড় ব্যবধানে জিতেছি। কিন্তু তারা নির্বাচনের ফলাফলকে চুরি করতে চায়। আমরা কখনোই তাদের এটা করতে দিব না। ভোট গ্রহণ বন্ধ হওয়ার পর কোন ভোট গহণ করা হতে পারে না।
কিন্তু ট্রাম্পের এই টুইটকে বিভ্রান্তিকর ও ভদ্রতা বিরোধী আখ্যা দিয়ে সতর্কতামূলকভাবে লুকিয়ে রেখেছে টুইটার কর্তৃপক্ষ।
We are up BIG, but they are trying to STEAL the Election. We will never let them do it. Votes cannot be cast after the Polls are closed!
— Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020
Leave a reply