স্টাফ রিপোর্টার:
চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে দুই জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলার কলম লক্ষীপুর মাঠে অভিযান চালানো হয়।
অভিযানে পাখি শিকারের ফাঁদসহ দু’টি শিকারি বক এবং ২৩টি জবাই করা পাখি পাওয়া যায়। এসময় গুরুদাসপুরের নাজিরপুর গ্রামের আসাদুল ও সোহরাব হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন। সেইসাথে আর কোনদিন পাখি শিকার করবে না মর্মে অঙ্গীকারনামা নেন।
পরে জীবিত দুটি বক অবমুক্ত এবং জবাই করা ২৩টি বক মাটি চাপা দেয়া হয়। পুড়িয়ে দেয়া হয় পাখি শিকারে ব্যবহৃত দুটি ফাঁদ।
Leave a reply