বেড়া ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

|

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী।

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ইউপি সচিব, ইউপি সদস্যসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে প্রতারকরা।

বুধবার রাতে ফেসবুকে এ প্রতারণার কথা জানিয়ে সবাইকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী।

জানা যায়, কতিপয় প্রতারক বেড়া ইউএনও আসিফ আনাম সিদ্দিকীর অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে এ নাম্বার থেকে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের দুই মেম্বারের কাছে ২০ হাজার ও ২৫ হাজার টাকা এবং ঢালারচর ইউপি’র এক মেম্বারের কাছে ২০ হাজার টাকাসহ বিভিন্ন ব্যক্তির কাছে ইউএনও পরিচয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে।

ঢালারচর ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। এরপর বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকে তার নাম্বার ক্লোন করে টাকা দাবির বিষয়ে সবাইকে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার দুপুরেই বেড়া মডেল থানা ও আমিনপুর থানায় পৃথক দু’টি জিডি করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply