Site icon Jamuna Television

মধ্য আমেরিকায় বন্যা-ভূমিধসে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের

মধ্য আমেরিকায় বন্যা-ভূমিধসে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের

মৌসুমী ঝড় ‘ইটা’র তাণ্ডবে বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশগুলো। প্রবল বৃষ্টি-বন্যা-ভূমিধ্বসে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের। এদের বেশিরভাগই ভূমিধ্বসে মৃত্যুবরণ করেছে গুয়াতেমালায়।

দেশটির প্রেসিডেন্টের বিবৃতি অনুসারে, পূর্বাঞ্চলের ৬০ শতাংশ বন্যায় প্লাবিত। আগামী দু’দিন রয়েছে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শতাধিক ঘরবাড়ি-স্থাপনা ধ্বংস হয়েছে। হন্ডুরাসে বন্যা থেকে রক্ষায় বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে অনেকে।

সরকারি উদ্যোগে, হেলিকপ্টার আর স্পিডবোটের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে দুর্গতদের।

মঙ্গলবার, নিকারাগুয়া ভূখণ্ডে প্রথম আঘাত হানে, মৌসুমী ঝড় ইটা। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিলো ২৪১ কিলোমিটার। অবশ্য, সময়ের সাথে কমে আসছে ক্যাটাগরি- ফোর ঝড়টির।

Exit mobile version