মিয়ানমারে ৮ নভেম্বর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বলা হচ্ছে, অর্ধ-শতকের মধ্যে দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এটা বড় পরীক্ষা।
দেশটির নির্বাচনে অংশ নিচ্ছে ছোট-বড় ৯৩টি রাজনৈতিক দল। কিন্তু, ক্ষমতাসীন এনএলডি (NLD) এবং প্রধান বিরোধী দল- ইউএসডিপি (USDP) আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যমের পূর্বাভাস, আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সু চি।
তবে, নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মেনে ব্যাপক সমালোচিত হয়েছেন, ক্ষমতাসীনরা।
এছাড়া, সংঘাতপ্রবণ রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী।
Leave a reply