মুক্তি পেলো ৭১০টি টিয়া-মুনিয়া-ঘুঘু; ৪ জনকে কারাদণ্ড

|

মুক্তি পেলো ৭১০টি টিয়া-মুনিয়া-ঘুঘু; ৪ জনকে কারাদণ্ড

সংরক্ষিত পাখি ভিন্ন প্রজাতির টিয়া, মুনিয়া এবং ঘুঘু পাখি অবৈধভাবে শিকার ও বিক্রির অপরাধে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার সাভারের জিরাবো থেকে ৭১০টি পাখিসহ ৪ জনকে গ্রেফতার করেন বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট র‍্যাবকে সাথে নিয়ে পাখিগুলো অবমুক্তির ব্যবস্থা করে।

পরে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অপরাধীদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বন অধিদফতর কর্তৃপক্ষ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে দেশীয় প্রজাতির তালিকাভুক্ত পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply