বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ

|

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ

করোনায় বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় ৬ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ হাজার মানুষ।

একদিনে সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার মারা গেছে ১১’শ জনের বেশি মানুষ। নতুন শনাক্ত ১ লাখ ২৪ হাজারের বেশি রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটির বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ ৮ শতাধিক মৃত্যু হয়েছে ফ্রান্সে। ইউরোপের দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজারের বেশি মানুষ।

এদিন ভারতে মারা গেছে সাড়ে ৫শ’ জনের বেশি। এ নিয়ে বিশ্বে মোট কোভিড নাইনটিন রোগী শনাক্ত হয়েছে ৫ কোটির কাছাকাছি। এছাড়া মারা গেছে ১২ লাখ ৪৮ হাজারের মতো মানুষ। সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে ইতালি, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশির ভাগ দেশেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply