লেবানিজ রাজনীতিবিদ গেব্রান বাসিলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|

লেবাননের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ গেব্রান বাসিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর যোগাযোগের অভিযোগে এ পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার ফলে বাসিলের মালিকানাধীন কিংবা শেয়ার আছে এমন সব ধরণের প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এগুলোর সাথে কোনো ধরণের বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।

হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবেই কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। এক টুইটবার্তায় ওয়াশিংটনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী আচরণ বলে সমালোচনা করেছেন বাসিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply