যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। খবর আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
পেনসিলভানিয়ায় পপুলার ভোট ও অঙ্গরাজ্যটির ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন এই ডেমোক্রেট প্রার্থী। এরফলে জয়ের জন্য তিনি ইলেকটোরাল ভোটের ম্যাজিক ফিগার ২৭০ ছাড়িয়ে গেলেন। এখন তাঁর মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে ২৭৩।
এখনও নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা ও নেভাদায় ফল ঘোষণা বাকি। ভোট পুনঃগণনা চলছে জর্জিয়ায়। নর্থ ক্যারোলাইনা ছাড়া বাকি তিন রাজ্যেই এগিয়ে ডেমোক্র্যাট নেতা। হোয়াইট হাউজে পৌঁছাতে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার ছিল বাইডেনের। ফলে স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ১৯শ’ সালের পর এ বছর নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সর্বকালের সর্বোচ্চ, সাত কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন বাইডেন। এছাড়া প্রায় সাত কোটি ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘
বাইডেনের জয়ে, যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। প্রচলিত নিয়মে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন দুই নেতা।
Leave a reply