ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পানির পাম্প ছিদ্র হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ এবং ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে এই ইউনিট দুটি সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। তবে ইউনিট দুটি বন্ধ থাকার কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়নি। বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
এই ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান জানান, টারবাইন ঠাণ্ডা করার জন্য ব্যবহার হওয়া পানির লাইনে লিকেজ দেখা দেয়। পরে তা সমাধান করার জন্য ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ও ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটি সংস্কারের জন্য বন্ধ করা হয়। পানির লাইনের মেরামত কাজ শনিবার সকাল থেকেই চলছে। ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি চালু করতে ২-৩ দিন সময় লাগবে বলেও জানান তিনি।
Leave a reply