ইরফান সেলিম ও দেহরক্ষীর আলাদা দুই মামলায় ফের ৫ দিনের রিমান্ড

|

ইরফান ও তার দেহরক্ষী সেলিমের রিমান্ড শুনানি আজ

ফাইল ছবি।

এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম এবং দেহরক্ষী জাহিদকে আলাদা দু’টি মামলায় ফের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে মহানগর হাকিম আদালতে হাজির করার পর শুনানি শেষে তাদের দু’জনকে মাদক মামলায় দুই দিন এবং অস্ত্র মামলায় তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে রিমান্ডের বিরোধীতা করলেও আদালত তা নাকচ করে দেন। গত ২৬ অক্টোবর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি এবং তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এরফান সেলিম এবং তাদের তিন দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।

এরপর পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি অত্যাধুনিক ওয়াকিটকি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামসহ ইরফান সেলিম ও দেহরক্ষীকে গ্রেফতার করে র‍্যাব। সে ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আলাদা অভিযোগে দেড় বছর করে কারাদণ্ড দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply