দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশকে রুখে দিতে চায় নেপাল

|

বাংলাদেশের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ সামনে রেখে আজ অনুশীলন করেছে নেপাল। এর আগে, ঢাকায় পৌঁছেই তিনদিন কোয়ারেন্টাইনে ছিলেন নেপালের ফুটবলাররা। করোনা বিধি মেনে আজ থেকেই অনুশীলনে নেমেছেন বাল গোপাল মহাজনের দল।

রোববার সকালে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে পুরো দল নিয়েই অনুশীলনে ব্যস্ত ছিলেন নেপালের কোচ। করোনার কারণে দলের ৭ ফুটবলারকে আনতে পারেননি যার মধ্যে ৪ জনই মূল দলের নিয়মিত সদস্য। তাই ম্যাচ দুটি নিয়ে কথা বলতে গিয়ে বেশ সর্তক কোচ বালগোপাল মহারজন। তারপরও এই দল নিয়েই মাঠে সমানে সমান লড়াই করার প্রত্যয় তার। ।

অনুশীল শেষে গণমাধ্যমকে নেপালের কোচ বাল গোপাল জানান, সেরা কম্বিনেশন না থাকলেও এই দলের উপর আমার আস্থা রয়েছে। আশা করছি দারুণ লড়াই হবে দুই দলের। মূল দলের চার খেলোয়াড় ছাড়াই প্রীতিম্যাচে বাংলাদেশে বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিবো আমরা।

করোনার সংকট কাটিয়ে অন্তর্জাতিক ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছেন তারা এটি নিয়ে বেশ আনন্দিত নেপালের কোচ।  

২০০৮-০৯ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছেন নেপালের গোলকিপার কিরন চেম জং। নেপালি ক্লাব টিসি স্পোর্টের হয়ে খেলেছেন শেখ কামাল ক্লাব কাপে। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু স্টেডিয়াম বেশ পরিচিত তার। তিনিও জানিয়েছেন এই প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরবেন এটাই অনেক বড় প্রাপ্তি।

সবকিছু ঠিক থাকলে আসছে ১৩ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply