ভারতে পাঁচ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন চার বাংলাদেশি যুবক। সোমবার সকালে বেনাপোল চেক পোস্টে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মূলত, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থান করায় তাদের আটক করেছিল কলকাতা পুলিশ।
দেশের মাটিতে প্রবেশের পর ইমদাদুল হক জানান, এ বছরের মার্চের প্রথম সপ্তাহে ভারতে গিয়ে করোনার ফাঁদে পড়েন তারা। যে কারণে সেখানকার স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন তারা। ফলে নিয়ম ভঙ্গের অভিযোগে তাদের গ্রেফতার করে জেলে পাঠায় কলকাতা পুলিশ।
ভারতীয় জেল থেকে মুক্তি পাওয়া চার যুবক হলেন নীলফারামারি জেলার দারজগঞ্জ এলাকার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩২), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (২৮), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৩৫) ও পঞ্চগড়ের মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২২)।
Leave a reply