ঈদযাত্রা শুরু হতে না হতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যানজট। মহাসড়কের বিভিন্ন যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কের ১০৪ কিলোমিটার অংশে দুই লেনের মেঘনা-গোমতী সেতু, রাস্তায় অতিরিক্ত ট্রাক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে গাড়ির দীর্ঘজট তৈরি হচ্ছে। যদিও পুলিশ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন। মহাসড়কের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না বলেও জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তারা।
প্রতিদিন মেঘনা ও গোমতী সেতুতে প্রায় ৪৫ হাজার যানবাহন থেকে টোল আদায় হয়। ঈদ এলে বাড়ে সেই সংখ্যা। চার লেন থেকে সেতুতে এসে হঠাৎ দুই লেন হয়ে যাওয়ায় তৈরি হয় যানজট। যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ১৫টি কুইক রেসপন্স টিম গঠনের কথা জানিয়েছেন কর্মকর্তারা।
Leave a reply