আর্মেনিয়ার দখল থেকে পার্বত্য অঞ্চলের দ্বিতীয় সর্ববৃহৎ শহর ‘সুশা’র পুনরায় নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিশ্চিত করেন এ খবর।
বেশ কিছুদিন ধরেই, শহরটি ঘিরে চলছে বিবদমান পক্ষগুলোর লড়াই। গোলাবারুদ ছোড়ার পাশাপাশি অব্যাহত ছিলো মিসাইল হামলা। মুসলিম রাষ্ট্রটির সাম্প্রতিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে মিত্র তুরস্ক। গেলো সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলছে দু’দেশের লড়াই। তাতে কমপক্ষে ৫ হাজারের মতো মানুষের মৃত্যুর দাবি পর্যবেক্ষক সংস্থাগুলোর। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের মালিকানাধীন হলেও অবৈধভাবে দখলদারিত্ব ধরে রেখেছে আর্মেনিয়া।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, সুশা পুনর্দখলের মাধ্যমে দখলকৃত বাদবাকি অঞ্চলও শিগগিরই মুক্ত হবে- এমনটাই বিশ্বাস। তুরস্ক এবং আমার পক্ষ থেকে আজেরীয় ভাইদের অভিনন্দন। প্রেসিডেন্ট ইলহামকেও শুভেচ্ছা জানাই।
Leave a reply