Site icon Jamuna Television

মায়ের শোকে মৃত্যুর কোলে ঢলে পড়লো দুই মেয়ে

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় মৃত মাকে দেখতে এসে মৃত্যুশোকে অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে দুই মেয়ে।

গত মঙ্গলবার সকালে ওই এলাকার বৃদ্ধা পঞ্চমী বেওয়া (৯০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এ খবর শুনে তাকে দেখতে আসে বড় মেয়ে স্বরজনি বালা (৫০) ও ছোট মেয়ে চৈতি রানী। মায়ের মৃত্যুর শোকে তারা সারাদিন কান্নাকাটি করেছিল। পঞ্চমী বেওয়ার লাশ দাহ করার পর তার ছোট মেয়ে চৈতি রানী অসুস্থ হয়ে পড়ে। এরপর সন্ধ্যায় তাকে তার স্বামীর বাড়ি ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে রওনা দেয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার সময় একই গাড়িতে থাকা বড় মেয়ে স্বরজনি বালাও বুকে ব্যথা অনুভব করে। এক পর্যায়ে সেও অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Exit mobile version