আত্মহত্যার প্ররোচণা মামলায়, জামিন পেলেন ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী। মুম্বাই উচ্চ আদালতে জামিন আবেদন খারিজের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তার আইনজীবী।
বুধবার ভিডিও কনফারেন্সে শুনানিতে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন দুই বিচারকের বেঞ্চ।
জামিন পেয়েই কর্মক্ষেত্রে ফেরেন রিপাবলিক চ্যানেলের কর্ণধার। ফিরেই ঘোষণা দেন, সব ভাষায় চ্যানেলটি চালু করার। দু’বছর আগে নিজের স্টুডিও’র স্থপতির আত্মহত্যার ঘটনায়, ৪৭ বছর বয়সী এই সাংবাদিক গ্রেফতার হন গেলো সপ্তাহে। সে সময় দায়িত্বরত এক নারী পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগে হওয়া মামলাতেও নিয়েছেন অগ্রিম জামিন।
এছাড়া আক্রমণাত্মক বাচনভঙ্গির কারণে ব্যাপক বিতর্কিত হলেও, ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ অর্ণব। টিআরপি জালিয়াতির জেরে, সম্প্রতি দ্বন্দ্বে জড়ান মুম্বাই পুলিশের সাথে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টক শো পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান তিনি।
Leave a reply