২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা

|

২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা

মাত্র ২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা। বুধবার, সিঙ্গেলস ডে উপলক্ষ্যে সাড়ে ৭ হাজার কোটি ডলারের বিক্রি ছিলো চীনের ই-কমার্স জায়ান্টের।

যা গেলো বছরের তুলনায় দ্বিগুণ। ২০১৯ সালে, আলিবাবার সিঙ্গেলস ডের বিক্রি ছিলো ৩ হাজার ৮৪০ বিলিয়ন ডলারের মতো। অবশ্য, এ বছর ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের সময়ও বৃদ্ধি করে আলিবাবা। পহেলা নভেম্বর থেকে ১১ দিন ছিলো সুযোগটি। এক কোটি ৬০ লাখ পণ্যে মূল্যছাড় দেয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বিক্রির এ মহোৎসবই প্রমাণ করে করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের পথে চীন। পশ্চিমা ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘সাইবার মানডে’র অনুকরণে চীন চালু করে ১১ নভেম্বরে, বিশেষ মূল্যছাড়ে কেনাকাটার এ সুযোগ।

জিয়াং ফেন বলেন, মহামারি পরবর্তী প্রথম সিঙ্গেলস ডে এটা। তাই অর্থনীতি পুনরুদ্ধার আমাদের মূল লক্ষ্য। এরমাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একই মঞ্চে আনার চেষ্টা ছিলো। আলিবাবার ইতিহাসে সর্বাধিক ব্যবসায়ী যোগ দিয়েছেন এবারের আয়োজনে। প্রত্যাশা- সবাই লাভবান হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply