প্লেয়ার্স ড্রাফটে থাকা অর্ধেকই দল পাবেন না

|

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। দুপুর ১২টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এর কার্যক্রম শুরু করেছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের জন্য চার ক্যাটাগরিতে ১৫৭ জন ক্রিকেটারের তালিকা দিয়েছে ক্রিকেট বোর্ড।

প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ১৬ জন খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে। পাঁচটি দলে স্থান পাবেন সর্বোচ্চ ৮০ জন খেলোয়াড়। সে হিসেবে ড্রাফটে থাকা ক্রিকেটারদের প্রায় অর্ধেকই দল পাবেন না।

‘এ’ ক্যাটাগোরিতে আছেন মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, সাকিব ও মোস্তাফিজ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ১৫ লাখ টাকা। করোনা আক্রান্ত টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকার’সহ ১০ লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ২১ ক্রিকেটার। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে আছেন ২৩ আর ডি-তে ১০৮ জন ক্রিকেটার।

আর বিপ টেস্ট না দিলেও ইনজুরি মুক্ত হলে ডিসেম্বরে যে কোন দল চাইলে নিতে পারবে মাশরাফি বিন মোর্ত্তজাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply