৭২ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাই মোঃ সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই মোঃ ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন বরকত। দুদকে দাখিলকৃত বিবরণীতে ৩৬ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেন।
অপর আসামি রুবেল, জ্ঞাত আয় বহির্ভূত ২৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। এবং দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেন। জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ফরিদপুর থেকে জুন মাসে দুই ভাইকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a reply