একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এই নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
মাহবুব তালুকদার বলেন, ‘দুপুর পর্যন্ত তিনি নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার ধারণা হয়েছে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে। নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি।
তিনি বলেন, বুথগুলোতে বিরোধী দলের কোনও পোলিং এজেন্টকে কোনও কেন্দ্রে দেখা যায়নি। কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেতের ভোটকেন্দ্রে একটি বুথে মহিলা পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাই।
Leave a reply