যশোরে সরকারি কর্মকর্তাদের চরমপন্হী পরিচয়ে হুমকি

|

স্টাফ রিপোর্টার:

যশোরের জেলা জজ, জেলা প্রশাসক, ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮ চিকিৎসককে চরমপন্হী পরিচয়ে চাদা দাবি ও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা জজ, ডিসি, এসপিকে হুমকি দেওয়া হয়। এর আগে বুধবারে বিভিন্ন সময় যশোর সদর উপজেলা, চৌগাছা উপজেলার ৮ চিকিৎসককে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন জানিয়েছেন এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান- আমাকে, এসপি মহোদয়সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া হয়েছে। প্রশাসন এটা গুরুত্ব দিয়ে দেখছে।

এ সম্পর্কে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ বলেন, লাল পতাকা বাহিনীর মোহাম্মদ মহিউদ্দিন পরিচয় দিয়ে কেউ জানান, তাদের কয়েকজন সহকর্মী বিজিবির সাথে সংঘর্ষে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি কতটুকু সাহায্য করতে পারবো? এসময় আমাকে ও আমার পরিবারসহ জীবন নাশের হুমকি দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply