নাগোরনো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে চরম মাসুল দিতে হবে আর্মেনিয়াকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুশিয়ারী দিয়েছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসগ্লূ বলেন, শান্তিচুক্তি না মানলে ফের সামরিক অভিযান শুরু করবে আজারবাইজান। এদিকে, সংঘাতকবলিত অঞ্চলটিতে দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের সাথে বৈঠকে বসবে রাশিয়া।
শুক্রবার এ উপলক্ষে আঙ্কারা সফরের কথা রয়েছে মস্কোর প্রতিনিধিদের। গেলো মঙ্গলবার থেকে শান্তিচুক্তি কার্যকর হয়। তবে এখন পর্যন্ত এই চুক্তি লঙ্ঘনের কোন অভিযোগ আসেনি কারও পক্ষ থেকে। এরই মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চলে দুই হাজার শান্তিরক্ষী পাঠিয়েছে রুশ প্রশাসন।
Leave a reply