জন্মদিনে নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ

|

নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের সমাধিতে ১ হাজার ১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই ছেলে নিষাদ, নিনিত। সবার সাথে কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে ভক্তদের নিয়ে নুহাশপল্লীতে কেক কাটেন স্বজনরা।

১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণার কুতুবপুরে জন্মগ্রহণ করেন বরেণ্য এই কথা সাহিত্যিক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply