Site icon Jamuna Television

২৪ ঘণ্টার ব্যবধানে সোহম করোনা পজেটিভ এবং নেগেটিভ

২৪ ঘণ্টার ব্যবধানে সোহম করোনা পজেটিভ এবং নেগেটিভ

আবার করোনায় আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী। গত ৩ দিন ধরে পেটের রোগের সমস্যায় তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সঙ্গে জ্বরও ছিল তার। গতকাল করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে তার।

এর পরেই ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়ে যায়। ১৮ নভেম্বর থেকে রাজদীপ ঘোষের ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সোহমের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু অভিনেতা অসুস্থ হওয়ার কারণে শ্যুটিং বাতিল হয়ে যায়।

অভিনেতা জানান, এদিন সকালে তার আবার করোনা পরীক্ষা করা হয়েছে। পরে আবার জানা যায়, সোহমের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহম। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় অল্প কিছু দিনের মধ্যেই সেরে ওঠেন অভিনেতা। সুস্থ হওয়ার পরেই আবার কাজ শুরু করেন তিনি। এই করোনাকালেও যে সব অভিনেতারা পুরোদস্তুর কাজ করেছেন, সোহম, অঙ্কুশ, জিৎ তাদের মধ্যে অন্যতম। কিন্তু কাজের মধ্যেই খুব কম সময়ের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হলে সোহম। মিরাক্কেলের নতুন সিজনেও বিচারকের আসনে দেখা যাচ্ছে সোহমকে। হাসপাতাল থেকে ফিরেই কি ফের কাজে নামবেন তিনি? এখন সেটাই দেখার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version