ইরানের রাজধানী তেহরানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েলি গুপ্তচরদের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।
শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে তেহরানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরায়েলি এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে। দু’জন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে।
বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, তাদের দেশে আল কায়দা সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব নেই।
১৯৯৮ সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলার পরিকল্পনায় ছিলেন আবদুল্লাহ।এই আল কায়েদা নেতা আবু মুহাম্মদ আল মাসরি হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ৭ আগস্ট তার মেয়েসহ তাকে গুলি করে হত্যা করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সময়ের সঙ্গে সঙ্গে ওয়াশিংটন এবং তেল আবিব এসব গোষ্ঠীর সঙ্গে ইরানকে সম্পৃক্ত করার চেষ্টা করছে।
অপরদিকে, ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
ইউএইচ/
Leave a reply