জাতীয় দলে করোনার থাবা; আক্রান্ত জেমি ডে

|

করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। এই ইংলিশ কোচের করোনা আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

নেপালের বিপক্ষে ম্যাচের পর গতকাল করোনা টেস্ট করা হয় দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের। যেখানে করোনার সংক্রমণ ধরা পড়েছে জেমি ডে’র। ৪১ বছর বয়সী এই কোচের কোনো উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। 

শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাস্ক ছাড়া দেখা গেছে বাংলাদেশ কোচকে। বাংলাদেশের দারুণ জয়ের পর সেদিন কোচকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ভিড় করেছিলেন গণমাধ্যমকর্মীরা ছাড়াও ফুটবল সংশ্লিষ্ট অনেকে। 

প্রথম ম্যাচে ডাগ আউটে দারুণ তৎপর থাকা জেমি ডে পরের ম্যাচে তো মাঠে থাকতে পারবেনই না, অনিশ্চিত হয়ে পড়লেন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও। কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। সে হিসেবে আগামী ১৯ নভেম্বরই দেশ ছাড়ার কথা জামাল ভূঁইয়াদের। সেখানে ৩ দিন কোয়ারেন্টাইন করার পর দুটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। গোটা সফরে জেমি ডে’কে পাওয়ার সম্ভাবনা একদমই কম।

এই চরম দুঃসংবাদের মধ্যে একমাত্র সুখবর, দলের আর কারো শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ মেলেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply