Site icon Jamuna Television

সম্রাটের বিরুদ্ধে ২১৯ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের চার্জশিট

জ্ঞাত আয় বহির্ভূত ২২৩ কোটি টাকার মধ্যে ২১৯ কোটি টাকা পাচারের অভিযোগে যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

রোববার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন এই চার্জশিটের অনুমোদন দেন। ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে বেরিয়ে আসে সম্রাট সিঙ্গাপুরের দু’টি ক্যাসিনোতে ২১৯ কোটি টাকা জমা করেছেন।

এছাড়া মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে ২০১৪ সালের এপ্রিলে ৪৮ লাখ টাকা লেনদেন করেন। তদন্তে তার নামে অবৈধ প্রক্রিয়ায় বিদেশে টাকা পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক সমন্বিত কার্যালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।

Exit mobile version