মিরপুরে ব্যাট বলের যুদ্ধে মেতেছেন সাকিব

|

দীর্ঘদিন পর ব্যাট বলের যুদ্ধে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট সামনে রেখেই অনুশীলন শুরু করেছেন সাকিব। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের পাশের উইকেটে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজটি করেছেন তিনি।

সাকিবের সাথে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে যোগ দিয়েছিলেন তাসকিন আহমেদ ও মোহাম্মাদ সাইফুদ্দিন। ব্যাট হাতে বেশ কিছুক্ষণ সামলেছেন তাসকিন ও সাইফুদ্দিনের বল। এরপর ছোট রানাআপ নিয়ে বোলিংও করেছেন কিছুক্ষণ।

অনুশীলনের সময় সাকিবের ব্যাটিং দেখে চট্টগ্রামের কোচ মোহাম্মাদ সালাউদ্দিনের মনে হয়েছে ব্যাটসম্যান সাকিব আগের অবস্থাতেই রয়েছেন। এতদিন ব্যাট না ধরলেও ধার কমেনি এই অলরাউন্ডারের।

সালাউদ্দিন জানান, সাকিবের ফিটনেসের অবস্থা বেশ ভালোই রয়েছে। তবে যতটুকু কমতি রয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট শুরুর আগেই তা রিকভারি করে নেবেন তিনি।

আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট। এই টুর্নামেন্ট সামনে রেখে নিজ উদ্যোগে অনুশীলন করেছে বেশ কিছু ক্রিকেটার। তারই অংশ হিসেবে আজ মাঠে নামেন সাকিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply