তরুণদের প্রচেষ্টাতেই উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম উঠবে: পররাষ্ট্রমন্ত্রী

|

তরুণদের উদ্যোগ ও প্রচেষ্টাতেই উন্নত বিশ্বের তালিকায় নাম উঠবে বাংলাদেশের। শনিবার সন্ধ্যায় জেসিআই আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখায় এক বছর শেখ তন্ময়, সাফওয়ান সোবহান, আইমান সাদিক, নবনীতা চৌধুরীসহ দশ  তরুণকে ‘TOYP এ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল – বাংলাদেশ।

প্রতি বছর অনূর্ধ্ব ৪০ বছরের দশ তরুণকে এই সম্মান জানায় সংগঠনটি। ব্যবসা, অর্থনীতি, খেলা, শিক্ষাসহ বিভিন্ন খাতে অবদানের জন্য এ পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সভাপতি সারাহ কামাল বলেন , আমরা তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই যারা আগামী দিনে বিশ্বে ইতিবাচক পরিবর্তন
আনবে এবং এর সদস্যদের মাঝে বৈশ্বিক নেতৃত্ব দানের মানসিকতা জাগিয়ে তুলবে।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল – বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply