স্বরাষ্ট্রমন্ত্রীর মতো করোনা নিয়ে ধোঁয়াশায় আছেন সচিবও

|

আইইডিসিআর থেকে বলা হয়েছে করোনা পজেটিভ। কিন্তু রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে জোর দিয়ে জানানো হলো তিনি নেগেটিভ। তাই আদৌ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেটি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মতো একই বিড়ম্বনায় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও। কারণ তিনিও আইইডিসিআর থেকে পজেটিভ রিপোর্ট পেয়ে পুলিশ হাসপাতালে পরীক্ষা করান। তাকেও নেগেটিভ রিপোর্ট দেয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু যমুনা নিউজকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসাথে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও। তারা দু’জনই আইইডিসিআর’এ পরীক্ষা করিয়েছিলেন।

এরপর, দ্বিতীয় পরীক্ষা করানোর উদ্দেশে রাজারবাগে পুলিশ হাসপাতালে নমুনা দেন মন্ত্রী। কিন্তু পুলিশ হাসপাতাল থেকে নিশ্চিত করেই জানানো হয় তিনি করোনা নেগেটিভ।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা নিউজকে জানান, শনিবার রাতে আইইডিসিআর থেকে তাকে জানানো হয় তার করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। কিন্তু রোববার সকালে পুলিশ হাসপাতাল থেকে বলা হয় করোনা নেগেটিভ। দুইটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে দুই ধরনের ফলাফলে বিভ্রান্ত তিনি। তবে শারীরিকভাবে সুস্থ থাকায় আপাতত এটা নিয়ে তিনি চিন্তিত নন। আগামীকাল আবারও টেস্ট করাবেন বলেও যমুনা নিউজকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবের স্বাস্থগত বিষয়ে জানতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সচিব মহোদয়ও রাজারবাগ পুলিশ হাসপাতালে দ্বিতীয় দফা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্টও নেগেটিভ এসেছে।

এদিকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি একদিনের ব্যবধানে দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রথমে পজেটিভ ও পরবর্তীতে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply