জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক বাদল রায়ের যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। আগেই মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের একপাশ অবশ ছিল তার।
সম্প্রতি অসুস্থতা তীব্র আকার ধারণ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ যকৃতে ক্যান্সারের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।
বাদল রায় ৮০’র দশকে মোহামেডানের হয়ে খেলেছেন। ছিলেন জাতীয় দলের অধিনায়কও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে টানা তিনবার সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ।
Leave a reply