দুর্নীতি মামলায় ১৩ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন দেননি আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ১৪ ডিসেম্বর পর্যন্ত জামিন আবেদন মুলতবি করে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুদকের করা এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পন করেন। সেদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আত্মসমর্পনের পরে মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। একইসঙ্গে জামিনও চান আপিল বিভাগে।
Leave a reply