ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার একটি এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আদালতের একটি সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ও পরবর্তীতে তা নিয়ন্ত্রণ করতে যেয়ে পানিতে ভিজে আনুমানিক নিষ্পত্তি করা ৫ হাজার মামলার নথি নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিস জনায়, আদালতে প্রয়োজনীয় কাগজপত্র থাকার কারণে পানি ব্যবহার করা হচ্ছে না এবং অন্য পদ্ধতিতে আগুন নির্বাপণ করার চেষ্টা চলছে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নির্বাপণের কাজ করছে তাই নিয়ন্ত্রণে দিতে একটু দেরি হচ্ছে।
Leave a reply