সিলেটের কুমারগাঁওয়ে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের একাংশ আগুনে পুড়ে গেছে। এতে সিলেট ছাড়াও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভিবাজারের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপকেন্দ্রে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে কেন্দ্রের যন্ত্রাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিডি কুবাদ আলী সরকার জানান, কুমারগাঁও থেকে সরকারি ও বেসরকারি একাধিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় সিলেট বিভাগে। ফলে এই উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক প্রভাব পড়বে।
Leave a reply