জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মরদেহ শরীয়তপুরে পৌঁছেছে। রাষ্ট্রীয় মর্যাদায় বাদ জোহর এই মুক্তিযোদ্ধার দাফন হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সামরিক হেলিকপ্টারে তার মরদেহ শরীয়তপুর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় নড়িয়া শহীদ মিনার চত্বরে। নিজ বাড়ি স্বাধীনতা ভবনে দাফন করা হবে মরদেহ।
যোহরের নামাজের পর নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে শওকত আলীকে।
তার মৃত্যুতে শরীয়তপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নড়িয়া উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি নিয়েছে। শওকত আলী মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ছিলেন। ৬ বার নিজ এলাকা শরীয়তপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
Leave a reply