Site icon Jamuna Television

এখনও অন্ধকারে সিলেট, জনজীবনে স্থবিরতা

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখনও আলো ফেরেনি নগরীসহ আশপাশের এলাকায়। কখন বিদ্যুৎ লাইন সচল হবে তার নিশ্চয়তা দিতে পারছে না কেউ। এতে পানির সংকটসহ দেখা দিয়েছে নানা সমস্যা। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

এরইমধ্যে আগুনে পুড়ে যাওয়া সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সংস্কার কাজ শুরু করেছে ঢাকা থেকে যাওয়া একটি বিশেষজ্ঞ দল। আগুন লাগার কারণ অনুসন্ধানে নেমেছেন চার সদস্যের তদন্ত কমিটিও। বিদ্যুৎ না থাকায় নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে কুমারগাঁওয়ের ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version