ভাস্কর্য আর মূর্তির মধ্যে যারা পার্থক্য বোঝে না তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

|

যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বোঝে না তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানিয়েছেন, দেশে মৌলবাদ বা জঙ্গিবাদের স্থান নাই।

বুধবার দুপুরে সচিবালয়ে ওটিটি প্লাটফর্ম নিয়ে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

এ সময় ওটিটি প্লাটফর্মের কিছু কনটেন্ট নিয়ে অভিযোগ আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই প্লাটফর্মকে নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা নেয়া হয়েছে। বিদেশিরা এসে দেশের অর্থ নিয়ে যাচ্ছে, তাই দেশেই এমন প্লাটফর্ম করার উদ্যোগ নিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, সরকারিভাবেও করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply