রাত আটটার মধ্যে সব দোকান বন্ধের করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ হাসিনা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফজলে নুর তাপসের দাবি, ডেঙ্গুর কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে কারও বাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
পরে টিকাটুলিতে র্যাব-৩ এর অফিস পরিদর্শনে করেন মেয়র। সেখানে তিনি বলেন, যেসব সংস্থা বা বাহিনী দক্ষিণ সিটির কমিউনিটি সেন্টার ব্যবহার করছে তাদের সাথে আর চুক্তি বাড়ানো হবে না।
ইউএইচ/
Leave a reply