গানম্যানসহ অনুশীলন করলেন সাকিব

|

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনও কোনো ম্যাচ খেলা হয়নি তার; তবুও একের পর ঘটনায় শিরোনাম হচ্ছেন পোস্টার বয় সাকিব। সম্প্রতি কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার নামের এক যুবক। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন সেই যুবক। সাকিবও ব্যাখ্যা দেন সেই অনুষ্ঠানে তিনি কেন ছিলেন। তবুও বিষয়টিকে যথেষ্ট উদ্বেগজনক ভাবার কারণ আছে। বিসিবিও গুরুত্ব সহকারে দেখছে সাকিবের নিরাপত্তার বিষয়টি। তাইতো গানম্যানসহই অনুশীলন করতে দেখা গেলো ‘নাম্বার ৭৫’-কে।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার সময় তার পাশে বন্দুক হাতে এক নিরাপত্তাকর্মীকে দেখা গেছে। এমনকি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরে অনুশীলনের সময়ও ছায়ার মতো সাকিবকে অনুসরণ করে গেছেন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, বিষয়টি উদ্বেগজনক। এমন কিছু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

অবশ্য, ক্রিকেট সংশ্লিষ্টদের গানম্যান দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। হোলি আর্টিজেনে জঙ্গি হামলার পর জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচদের নিরাপত্তায় সার্বক্ষণিক গানম্যান নিয়োগ করেছিল বিসিবি। এবার সেই নিয়োগ করা গানম্যানদের একজনকেই নিয়ে ঘুরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনকে। এ এমনই এক পরিস্থিতি যেটিকে নিরাপদে ব্যাখ্যা করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে একটি শব্দ- ‘অনাকাঙ্ক্ষিত’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply