আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রুটে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিমানের এমডি মোকাব্বির হোসেন।
তিনি জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুন্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতি উন্নতি হওয়ায় বেশ কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করেছে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুন্ডু, মদিনা ও কুয়েত রুটের ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এদিকে, প্রথম ধাপ শেষ হয়ে এবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করে বিমান। সবশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
Leave a reply