Site icon Jamuna Television

স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত হবে নবম বাংলাদেশ গেমসের সময়সূচি

মুজিব বর্ষ উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে বেশ ধুমধাম করে বাংলাদেশ গেমস আয়োজনের কথা ছিলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর। কিন্তু করোনার কারণে সেই পথ থেকে সরে দাঁড়িয়েছে বিওএ। পরিকল্পনা অনুযায়ী গেমসে প্রায় ১০ হাজার অ্যাথলেট অংশ নেয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর যমুনা নিউজকে জানান, সবগুলো ফেডারেশনের সাথে আলোচনা করে ৫ হাজার খেলোয়াড় নিয়ে আয়োজন করা হবে বাংলাদেশ গেমসের নবম আসর। তবে অ্যাথলেট সংখ্যা কমিয়ে আনলেও বাড়ানো হয়েছে গেমসের ব্যাপ্তিকাল।

বিওএ’র স্টিয়ারিং কমিটির সভায় আগামী ২২ নভেম্বর বাংলাদেশ গেমসের চূড়ান্ত সময়সূচি নির্ধারিত করা হবে বলেও জানান উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর।

Exit mobile version