দীর্ঘ ৫৫ ঘণ্টা পর অবশেষে সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নগরীর সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সিলেটের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিলো বিদ্যুৎ বিভাগ।
সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকাল ১১টা থেকে বিদ্যুৎহীন ছিলো পুরো সিলেট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর মেরামত কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এখন সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
পিডিবি সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রয়োজন অনুযায়ী বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে।
Leave a reply