তাপমাত্রা বৃদ্ধিজনিত আসন্ন সঙ্কট থেকে বিশ্বকে বাঁচাতে ঐক্যবদ্ধ বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইএনএফসিসিসি রেস টু জিরো ডায়ালগের সমাপ্তি অধিবেশনের ভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বৈশিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের মতো জলবায়ু অরক্ষিত দেশগুলোর জন্য সংকট প্রকট হচ্ছে। তিনি বলেন এখনই প্রতিকারমূলক পদক্ষেপ না নিলে বেঁচে থাকার জন্য পৃথীবি পুরোপুরি অনুপযুক্ত হয়ে পড়বে।
তিনি বলেন, জীবন ও মূল্যবান সম্পদ বাঁচাতে বিশ্ব নেতৃত্বকে অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তাপমাত্রা কমাতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই একমাত্র উপায় বলে জানান প্রধানমন্ত্রী ।
Leave a reply