ইরফান শুক্কুর, কিছুদিন আগেও নামটা খুব বেশি পরিচিত ছিলো না ক্রিকেট প্রেমীদের কাছে। ঘরোয়া লিগে সব সময়ই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। নিজের জাত চেনাতে বেছে নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট কাপের মঞ্চ। সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের উপর। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স নজর কেড়েছিল সবার। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটেও।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে মাঠে নামবেন বরিশালের হয়ে। এই ফরম্যাটেও তিনি যে দুর্দান্ত পারফরমার সেটি প্রমাণ করতেই মুখিয়ে আছেন এই ব্যাটার। শুক্রবার সকালে গণমাধ্যামকে তিনি বলনে, কঠোর পরিশ্রম ও পারফরমেন্স এই দুটো বিষয়ের উপরই দৃষ্টি তার। এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারলে উপকৃত হবে দল। সেই সাথে নির্বাচকদের মন জয় করতেই পারফর্ম করতে চান তিনি।
ইরফান আরও বলেন, বরিশাল খুব ব্যালেন্স একটা দল। ঘরোয়া লিগ ও প্রেসিডেন্ট কাপে যারা ভালো করেছে তাদের নিয়েই গঠন করা হয়েছে এই দলটি। তাই বিশ্বাস করি মাঠেও দল হিসেবে খেলতে পারবো আমরা।
সব কিছু ঠিক থাকলে আসছে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার মুখোমুখি হবে বরিশাল ।
Leave a reply