জম্মু-কাশ্মিরে ১৫০ মিটার গোপন সুড়ঙ্গ আবিষ্কার

|

জম্মু-কাশ্মিরের সীমান্ত এলাকায় ১৫০ মিটার লম্বা গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছে ভারতীয় সেনারা। দাবি করা হচ্ছে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশে খোঁড়া হয়েছে সুড়ঙ্গটি।

রোববার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশের যৌথ অভিযানে খোঁজ মেলে টানেলটির। এটির অবস্থান সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তের কাছে।

পুলিশ জানিয়েছে চলতি সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নাগরোটায় বন্দুকযুদ্ধে প্রাণ গেছে চার অনুপ্রবেশকারীর। ধারণা করা হচ্ছে, এই সুড়ঙ্গের মাধ্যমেই সীমান্তরক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ভারতে ঢুকেছিল তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply