আখাউড়ায় ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায়

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৪টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে পৌরশহরের সড়কবাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সকালে আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও চাল, ডাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদানসহ সঠিক পরিমাপের নির্দেশ দেয়া হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply